এ বছর উত্তর ভারতের তাপমান এক নাগাড়ে যেভাবে ৪৮–৪৯ ডিগ্রি সেলসিয়াসে আটকে থেকেছে, তা কিন্তু হুট করে হয়নি। শিল্প বিপ্লবের আগে ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত বিশ্বের তাপমাত্রা যা ছিল, এখন তা বেড়ে গেছে ১.৫৮ ডিগ্রি! সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে হয়েছে ২১.০৪ ডিগ্রি সেলসিয়াস! অথচ মাত্র ৮ বছর আগে, ২০১৬ সালে, এই তাপমাত্রা ছিল ২০.৯৫ ডিগ্রি! ভারতের আবহবিদদের পর্যালোচনায় দেখা গেছে গত দুই দশকে, ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত দেশের গড় তাপমাত্রা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে মার্চ থেকে জুন মাসে। এ বছর এত বেশি তাপপ্রবাহ স্মরণাতীত কালে দেখা যায়নি।
by সৌম্য বন্দ্যোপাধ্যায় | 24 July, 2024 | 803 | Tags : Environment Crisis Heat Wave Global Warming